General, Health Tips

মেথির উপকারিতা ও অপকারিতা, পুরুষের জন্য মেথির উপকারিতা

মেথি হচ্ছে ঔষধি গুণসম্পন্ন একটি খাবার যা মানবদেহের জন্য বেশ উপকারী। মেথিকে ইংরেজিতে বলা হয় (Fenugreeek)। এটি একটি উপকারিতা সম্পন্ন উদ্ভিদ। এটির সবুজ পাতা ও সাদা ফুল হয় যা গ্রীষ্মকালের জন্য বেশ পরিচিত।

প্রিয় পাঠক, আশা করি সবাই ভালো আছেন। আব্দুর রহমান উসামা .কম ওয়েবসাইটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের ওয়েবসাইটের নতুন একটি পোস্টে আজকে আলোচনা করবো মেথি সম্পর্কে, মেথির গুনাগুন, পুরুষের জন্য মেথির উপকারিতা ইত্যাদি। পোস্ট টি শুরু থেকে শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়লে মেথির উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

মেথির উপকারিতা

 

  • পুষ্টি যোগায়: মেথি প্রোটিন, ফোলেট, ভিটামিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি গুনে সমৃদ্ধ। যা দেহের পুরোনো কোষসমূহের সমৃদ্ধ পুষ্টি প্রদান করতে সহায়তা করে।
  • হার্ট সুস্থ্য রাখে: নিয়মিত মেথি সেবনে আমাদের হার্ট সুস্থ থাকবে। মেথি খাওয়ার উপকারিতার মধ্যে এটি অন্যতম
  • রোগ প্রতিরোধ ক্ষমতা: মেথি রোগ প্রতিরোধ ক্ষমতা বা সংক্রমন প্ররিরোধে সহায়তা করে। নিয়মিত মেথি খেলে শরীরের রোগ বালাই কমে যায় বা রোগ কম হয়।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে: মেথি রক্তের সুগার নিয়ন্ত্রন করতে সহায়তা করে, যার ফলে ডায়াবেটিস আক্রান্ত্র রোগির ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে।
  • ওজন নিয়ন্ত্রণে: মেথি ওজন নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। মেথির অনেক কার্যকরী গুণ রয়েছে যা খাদ্রতন্ত্র নিয়ন্ত্রন করে ও প্রাকৃতিক উপায়ে ওজনকে নিয়ন্ত্রন করতে সহায়তা করে।
  • হজম শক্তি বৃদ্ধি করে:  মেথি আমাদের হজম শক্তিতে বেশ কার্যকরি ভূমিকা পালন করে থাকে। যারা মেথি সেবন করে তাদের অন্যদের থেকে হজম শক্তি বেশি হয়ে থাকে।
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে: মেথিতে প্রচুর ফাইবার থাকে মেথি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে সহায়তা করে। মেথির জাদুকরি ভূমিকা রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে।
  • জ্বর কমাতে মেথি: জ্বর কমাতে মেথির কার্যকরী ভূমিকা রয়েছে। মেথি জ্বর নিয়ন্ত্রন রাখতে সাহায্য করে।
  • বাত ব্যথা নিরাময় করে: মেথি বাত ব্যথা নিয়ন্ত্রনে রাখতে ভূমিকা রাখে। প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক ঔষুধ হিসেবে কাজ করে আসছে মেথি বাত ব্যথার ব্যথানাশক হিসেবে।

যৌন শক্তি বৃদ্ধি ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে মেথি বেশ কার্যকর ভূমিকা পালন করে থাকে। মেথি পরিমিত আকারে খেতে হবে। অত্যাধিক মেথি খাওয়া হিতে বিপরিত হতে পারে।

পুরুষের জন্য মেথির উপকারিতা

পুরুষের জন্য মেথির বেশ কিছু উপকারিতা রয়েছে। মেথি নারী পুরুষ সবারই বেশ উপকার করে থাকে। তবে আজকের পোস্টে পুরুষের জন্য মেথির উপকারিতা কি কি ইত্যাদি নিয়ে আলোচনা করবো। 

সঠিক উপায়ে যদি আপনি মেথি সেবন করতে পারেন তাহলে খুব দ্রুত আপনি এর উপকারিতা বুঝতে পারবেন। কিছু রোগের কথা নিচে বলা হলো যেগুলো আপনি মেথি সেবনের ফলে উপকার পাবেন। নিচে পুরুষের জন্য মেথির উপকারিতা বর্ণনা করা হলো:

  • দ্রুত বীর্যপাত রোধ করে: মেথি দ্রুত বীর্যপাত রোধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য নিয়মিত মেথি সেবন করতে হবে। নির্দিষ্ট নিয়ম মেনে মেথি সেবন করতে থাকলে আশা করা যায় এই সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং পুরষের এই রোগের জন্য মেথি একটি উপকারি ঔষধ
  • বীর্যে শুক্রাণুর পরিমান বৃদ্ধি করে: যেই সকল পুরুষদের বীর্যে শুক্রানূর সংখ্যা কম বা যাতের সন্তান জন্ম দানে অক্ষম, তাদের উপর গবেষণার ফলে জানা গেছে যে, মেথি সেবনের ফলে তাদের মধ্যে বেশির ভাগ রোগি সুস্থ হয়ে গিয়েছে। তাই বোঝা যাচ্ছে যে, মেথি এই সমস্যার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
  • ইরেক্টাইল ডিসফাংশন রোধে: পুরুষদের আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে ইরেক্টাইল ডিসফাংশন এর মানে হচ্ছে লিঙ্গত্থান জনিত রোগ। এটি রোধ করার জন্যও মেথি বেশ উপকারি একটি ঔষধ হতে পারে আপনার জন্য। তাই বলা যায়, পুরুষদের এই সমস্যার জন্য মেথি বেশ কার্যকরী ভেষজ।
  • টেস্টোস্টেরন এর মাত্র বাড়াতে: বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরে টেস্টোস্টেরন এর মাত্রা কমতে থাকে। আর এটি কমে যাওয়ার ফলে যৌন চাহিদা কমে যায়, এর ফলে পারিবারিক কলহ তৈরি হয়, ডিভোর্স এর মত ঘটনা ঘটে। তাই এই টেস্টোস্টেরন এর মাত্রা ঠিক রাখতে মেথি খেতে পারেন।
  • শরীরের দূর্বলতা কমাতে: মেথি সেবন করলে শরীরের বিভিন্ন ধরনের দূর্বলতা কমে যায়। শরীর সবল হয়ে উঠে। শারীরিকভাবে শরীরে শক্তি সঞ্চালন হয়।

পুরুষদের জন্য মেথির উপকারিতা কি কি আশা করি আপনারা জানতে পেরেছেন।

মেথির উপকারিতা চুলের জন্য

মেথি চুলের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। চুলের স্বাস্থ্য ভালো রাখতে মেথির বেশ কার্যকর ভূমিকা রয়েছে এছাড়াও আরও অনন্য ভূমিকা রয়েছে যা নিচে সংক্ষেপে দেওয়া হলো।

  • চুলের খুশকি দূর করে: চুলের খুশকি দূর করতে মেথি ব্যবহার করা হয়ে থাকে। মেথি ভিজিয়ে ব্লেন্ডার এর মাধ্যমে পেস্ট তৈরি করে বা বেটে গোসল করার পূর্বে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবে চুলের খুশকি দূর হয়ে যাবে।
  • নতুন চুল গজাতে: গোসলের পূর্বে মেথি পেস্ট করে ব্যবহার করলে নতুন চুল গজাতে সাহায্য করে।
  • চুল পড়া রোধে: মেথি চুল পড়া রোধে ভূমিকা পালন করে থাকে। মেথির তেল ব্যবহার করতে হবে। যা নিয়মিত ব্যবহারে চুল পড়া রোধ করবে
  • চুল পাকা কমাতে: অল্প বয়সে চুল পড়া সমস্যা থেকে মুক্তি পেতে মেথির তেল ব্যবহার করতে হবে। অল্প বয়সে চুল পাকার সমস্যা দূর হয়ে যাবে মেথির তেল ব্যবহারে।
  • চুলের গোড়া শক্ত করে: মেথির তেল ব্যবহার করার আরেকটি উপকার হচ্ছে চুলের গোড়া শক্ত করে

তাই চুলের যত্বে নারী পুরুষ উভয় মেথি, মেথির তেল, মেথির পেস্ট ব্যবহার করতে পারেন।

মেথির উপকারিতা ও অপকারিতা

মেথির উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে। মেথির অপকারিতার মধ্যে রয়েছে যেমন বমি বমি ভাব, মাথা ঘোরার সমস্যা ইত্যাদি দেখা দেয়। এটি ব্যবহারে ডায়বেটিস রোগীদের সমস্যা হতে পারে। 

যাদের রক্ত পাতলা তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। গর্ভবতী মায়েরা বেশিদিন মেথি খেলে বাচ্চা হওয়ার আগেই বাচ্চার জন্ম হতে পারে। এমনকি গর্ভপাতের ঝুঁকি থেকে যায়।

পরিশেষে

মেথির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আপনারা নিশ্চই এতক্ষনে অনেক কিছু জেনে গেছেন। মেথি আমাদের জীবনের স্বস্থ্য সুরক্ষায় অন্যতম ভুমিকা পালন করে থাকে সামগ্রিক দিক থেকে। 

আশাকরি আজকের পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। পরিশেষে আবারও বলবো যে চিকিৎসকের পরামর্শ একবার হলেও নিবেন। আর্টিকেলটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

দাবিত্যাগ (Disclaimer)

বাংলা হেলথ ব্লগ একটি ব্লগ ওয়েবসাইট যেখানে স্বাধারণ স্বাস্থ্য বিষয়ক টিপস, পরামর্শ, ঔষধি গাছ, ভেষজ উদ্ধিদ সম্পর্কে তথ্য দেওয়া হয়। ইন্টারনেট/ম্যাগাজিন/পত্রিকা/বই ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে আমরা ওয়েবসাইটে প্রকাশ করে থাকি

তবে এটি মনে রাখা জরুরী যে, প্রত্যেকটি ঔষুধ, ও ঔষুধি গাছ সেবনের পূর্বে বিষেশজ্ঞ চিকিৎসকদের পরামর্শ করতে বিশেষভাবে গুরুত্ব দেয় Abdur Rahman Osama । তাই আমাদের ওয়েবসাইটের সরাসরি পরামর্শ অনুসারে কোনো ঔষুধ বা ঔষুধি গাছ সেবন, লাগানো, ব্যবহার, ইত্যাদি থেকে বিরত থাকতে পরামর্শ দেয়। 

এরপরও যদি আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষুধ বা ঔষুদি গাছ ব্যবহার/সেবনের ফলে কোনো গুরুতর সমস্যার সম্মুখিন হন তাহলে বাংলা হেলথ ব্লগ কর্তৃপক্ষ কোনো ভাবেই দায়ী নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *